নিজে সুখি হতে হলে নিজের কথাই ভাবুন, পরের সুখের দিকে চেয়ে থাকলে নিজে সুখি হওয়া যায় না
নিজে সুখি হতে হলে নিজের কথাই ভাবুন, পরের সুখের দিকে চেয়ে থাকলে নিজে সুখি হওয়া যায় না
আকাশে উড়ে যাওয়া বিমানের দিকে তাকিয়ে রাস্তায় থাকা মানুষেরা ভাবে, পাইলট হতে পারলে দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারতাম।
আর, আকাশে উড়তে থাকা বিমানটি থেকে রাস্তায় থাকা মানুষদের দেখে পাইলট ভাবে, ওদের মতো করে প্রতিদিন যদি ঘরে ফিরতে পারতাম!
নিজ দেশে থাকা ছেলেটি প্রবাসী ছেলেটিকে দেখে ভাবে, ওই দেশে থাকতে পারলে জীবনটা হতো সুখের।
আর, প্রবাসে থাকা ছেলেটি দেশে থাকা ছেলেটিকে দেখে ভাবে, দেশে থাকতে পারলে আমার আর কিছু লাগতোনা।
এটাই জীবন-না পাওয়ার হাহাকারে কেটে যায় কতগুলি বছর।
মানুষ ভাবে অর্থই সব সুখের মূল। যদি অর্থই সুখের মূল হতো তবে যৌবনকাল হতো সুখের সময়, বাল্যকাল নয়!
যদি ক্ষমতাই পারতো নিরাপত্তায় রাখতে, তবে রাস্তায় বের হলে দেহরক্ষী নিয়ে ঘুরতে হতো সাধারণ মানুষদের, ক্ষমতাধরদের নয়।
যদি সৌন্দর্য আর জনপ্রিয়তা পারতো আদর্শ সম্পর্ক গড়ে তুলতে, তবে জনপ্রিয় ব্যক্তিদের সবচেয়ে ভালো সাংসারিক জীবন হতো, সাধারণ মানুষদের নয়।
জীবন কোন বাজার নয়। ঘর, গাড়ি, অলংকার, আধুনিক প্রযুক্তি- কোনটাই মানুষের জীবনের মূল্য নির্ধারণ করতে পারেনা।
অন্যরকম হবার চেষ্টা না করে যেমন আছেন ঠিক তেমন ভাবেই জীবনটাকে উপভোগ করুন!
মনে রাখবেন,
আজ যেই জীবন নিয়ে আপনি অভিযোগ করছেন, সেই জীবনটাকে ফিরে পাওয়ার জন্য কেউ কেউ আই.সি.ইউ.তে প্রতিনিয়ত যুদ্ধ করছে।
সুতরাং যেখানে আছেন সেখান থেকে সুখকে উপভোগ করার চেষ্টা করুন; তবেই আপনি ভালো থাকবেন।
ও হ্যাঁ, সারাক্ষণ পরের কথাই যদি ভাবতে থাকেন তাহলে নিজের পাওয়া না পাওয়া কে বুঝবেন কেমনে??
Comments
Post a Comment