জিততে গেলে কখনো কখনো হার মানা ও দরকার
১. কথা হজম করতে শিখুন! এইটা অনেক বড় গুণ!
আপনাকে জীবনে জিততে সহায়তা করবে!
২. কখনও তর্কে জিততে যাবেন না! এটা সময়ের
অপচয়!
৩.আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন! আপনার
প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে
ভেবে! আপনি একটু হাসুন!
৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে
হারতে হবে! আর আপনার আজকের এই হারই
আপনাকে বড় জয় এনে দিবে!
৫. হারতে শিখুন! সব জায়গায় জিততে নেই! এটা
বোকামি!
৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না! তাই কাজ শুরু
করুন নিরবে! আপনার কাজই কথা বলবে!
৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ
দিন! নিজেকে বিশ্বাস করুন! নিজের প্রতি বিশ্বাস
আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে!
৮. আপনি অনেক কিছু পারেন! কি দরকার বলে
বেড়ানোর! কাজ করুন! যার প্রয়োজন সে
আপনাকে এমনেতেই খুঁজে বের করবে!
৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে
দৌড় প্রতিযোগিতা করে না! কুকুরদের জিততে দিন!
আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক
সময়ের অপেক্ষায় থাকুন!
১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন! আর নিরবে কাজ করুন! আপনার কাজই আপনার কথা বলবে!
Comments
Post a Comment