ফেইসবুক একাউন্ট হ্যাক এড়াতে করনীয়
ফেইসবুক একাউন্ট হ্যাক হচ্ছে !!! এই ১০ভাবে তোমার একাউন্ট সিকিউর করে নাও
১. সিক্রেট ইমেইল:
একদম প্রথম কাজ হচ্ছে তোমার ফেইসবুক। ইউটিউব এর একাউন্টের প্রাইমারি ইমেইল হবে এমন একটা ইমেইল যেটা অন্য কারো সাথে শেয়ার করবে না। শুধু তোমার কাছে থাকবে। কারণ একটা লেইম কিন্তু কমন হ্যাকিং টেকনিক হচ্ছে পাসওয়ার্ড রিসেট করার রিকুয়েস্ট সেন্ড করা। কেউ তোমার সোশ্যাল মিডিয়ার ইমেইল জানলে সেটা দিয়ে পাসওয়ার্ড রিসেট করার রিকুয়েস্ট সেন্ড করবে। আর তুমি ভুল করে সেই রিকুয়েস্ট একসেপ্ট করলেই তুমি শেষ। সো, তোমার সোশ্যাল মিডিয়া এর ইমেইল অন্য কেউ না জানলে সে আর তোমার পাসওয়ার্ড রিসেট করতে পারবে না।
২. হুট করেই কোন লিংক এ ক্লিক করবে না।
বলা নেই কথা নেই কোন ফ্রেন্ড হুট্ করে কোন লিংক পাঠালে উৎসুক হয়ে গিয়ে সেই লিংক এ ক্লিক করে ফেলবে না। বরং কোন ফ্রেন্ড কোন কাজের জিনিস দিলে সে আগে সেই সম্পর্কে বলবে। বা না বললে আগে তাকে জিজ্ঞেস করো। তারপর নিশ্চিত হয়ে সেই লিংক এ ক্লিক করো। তারপরেও এইখানে দুইটা জিনিস হতে পারে। ফ্রেন্ড ইচ্ছে করে তোমাকে ট্রাপ এ ফেলতে পারে। অথবা ফ্রেন্ডের একাউন্ট হ্যাক হয়ে সেই একাউন্ট থেকে জোট ফ্রেন্ড আছে সবাইকে মেসেজ পাঠাচ্ছে। সো, হুট্ করে লিংক এ ক্লিক করবে না।
৩. লিংক এ ক্লিক করার আগে তিনবার চেক করে নিবে
কেউ কোন লিংক দিলে যে লিংক এ ক্লিক করছো সেটা কি একটা পরিচিত সাইট যেমন google drive লিংক নাকি faceboook . com সেটা খেয়াল করতে হবে। বুঝতে হবে লিংকটা কি আসলেই facebook???? না, যে লিংক দিছে সেটা হচ্ছে faceboook দুইটা কিন্তু সেইম সাইট না। একটু সতর্ক থাকতে হবে। এবং হুট্ করে গিয়েই সেখানে লগইন করার ইমেইল আর পাসওয়ার্ড দিবে না। বরং ভালো করে দেখে নিবে কোন সাইট এ লগইন করতেছো?
৪. মাস্ট two factor authentication অন রাখবে
সব সোশ্যাল মিডিয়াতে, ইমেইল, এমনকি সব মেজর ওয়েবসাইট এ two factor authentication আছে। সেই সব সাইট এ অবশ্যই two factor authentication অন করে ফেলবে। মোবাইলে পাসওয়ার্ড চেইঞ্জ করার কোন pop আপ আসলে বুঝে না বুঝে ক্লিক করে দিলে কিন্তু শেষ। এছাড়াও কোন ফ্রেন্ড বা কেউ যদি বলে তোর মোবাইলে একটা কোড আসছে সেটা দে--- ভুলেও, না বুঝে কাউকে কোড দেয়া যাবে না।
৫. ইউজ আনকমন পাসওয়ার্ড:
খুব লম্বা একটা পাসওয়ার্ড ইউজ করবে। যেখানে তোমার নাম বা তোমার কাছের কারো নাম ইউজ করবে না। এবং পাসওয়ার্ড এ অবশ্যই সংখ্যা, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার ইউজ করবে। যেমন: 1675Komola.Sundori^!MogolBadshA@
এই পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করা যাবে না। বা কোথাও লিখে রাখা যাবে না। এবং একটা সোশ্যাল মিডিয়া এর পাসওয়ার্ড অন্য আরেকটা সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোন ওয়েবসাইট এ ইউজ করবে না। তাহলে একটা একাউন্ট হ্যাক হইলে সেই হ্যাকার অন্য সোশ্যাল মিডিয়াগুলোও খেয়ে দিবে।
৬. শেয়ারড কম্পিউটার:
তুমি যে কম্পিউটার ইউজ করো সেটা কি অন্য কেউ অহরহ ইউজ করে? করে থাকলে গুগল ক্রোম এ পাসওয়ার্ড সেইভ করার বিষয়েও সতর্ক থাকতে হবে। কারন সেইম পিসিতে অন্য কারো একসেস থাকলে এবং পিসি এর পাসওয়ার্ড জানলে সে খুব সহজেই সেই পিসিতে গিয়ে তোমার পাসওয়ার্ড বের করে ফেলতে পারবে।
৭. প্রোফাইলের তথ্য, নাম বা ইমেইল এর লিংক
ফেইসুবক প্রোফাইলে কে কোন প্রতিষ্ঠানে জব করছে (বিশেষ করে অপরিচিত কেউ) সেটা বিশ্বাস করার কোন কারণ নাই। আজকে আমি চাইলে আমার প্রোফাইল এ গিয়ে লিখে দিতে পারে Major General তৈমুর কারবালা খান। সেইমভাবে কেউ ইমেইল পাঠালে ইমেইলে কি নাম লেখা আছে সেটা মুখ্য নয়। কোন ওয়েবসাইট থেকে পাঠাচ্ছে সেটা ইম্পরট্যান্ট। আমি xCremeFarmer @ gmail . com দিয়ে ইমেইল খুলে উপরে নাম Bill Gates লিখে দিতেই পারি। সেটা বিশ্বাস করার কোন কারণ নাই। আর নাইজেরিয়ান প্রিন্স, কুইক বড় লোক হওয়ার, টাকা ট্রান্সফার হওয়ার অনেক Phishing emails এ না বুঝে ক্লিক করলে অনেক কিছু হয়ে যেতে পারে।
৮. একাউন্ট লগইন একটিভিটি
ফেইসবুক এর সেটিংস এ গিয়ে সিকিউরিটি এবং লগইন এ ক্লিক করলে তুমি দেখতে পারবে যে কোন কোন ডিভাইস এ কবে কোথায় থেকে লগইন করে আছো। সেখনে যদি এমন কোন ডিভাইস থাকে যেটা তুমি চিনতে পারতেছো না। তাহলে সাথে সাথে ওই ডিভাইস থেকে লগআউট করে ফেলবে। এবং তোমার পাসওয়ার্ড চেইঞ্জ করে ফেলবে। সিমিলার ভাবে তুমি জিমেইল এ গিয়ে দেখতে পারবে তুমি কোন কোন ডিভাইস থেকে লগইন করা আছো।
৯. প্রাইভেট বা ইনকগনিটো মুড:
অন্য কারো কম্পিউটার এ বা মোবাইলে তোমার একাউন্ট এ লগইন করা থেকে বিরত থাকো। আর একান্তই লগইন করতে হলে ব্রাউজারের incognito মোড এ (প্রাইভেট ব্রাউজিং) এ নতুন ট্যাব ওপেন করে তারপর লগইন করো। এবং পাসওয়ার্ড সেইভ করার পপআপ আসলে সেটাতে সেইভ করা যাবে না।
১০. থার্ড পার্টি এপ
প্রায়ই আমরা কোন ফেইসবুক গেম খেলতে গিয়ে বা নতুন একটা ফেইস এপ বা এভাটার এপ আসলে সেগুলাকে আমাদের একাউন্টের একসেস দিয়ে দেই। এবং বেশিরভাগ সময় আমরা চেক করে দেখি না সেই এপ আমাদের একাউন্টের কি কি জিনিস এ একসেস আছে। তাই ফেইসবুক এর সেটিংস এ গিয়ে "Apps and websites" এ ক্লিক করে দেখো কোন কোন এপ কে তুমি পারমিশন দিয়ে রাখছো। এর মধ্যে কোনটার পারমিশন এর দরকার না থাকলে সেটাকে রিমুভ করে দাও। আর কোনটা রাখতে চাইলে দেখো সে তোমার একাউন্ট এর কি কি জিনিস একসেস করতে পারে।
#বাবু খাইছো?
এতো কিছু করার পরেও যদি কেউ "বাবু খাইছো" জিজ্ঞেস করে --পাসওয়ার্ড জানতে চায় আর তুমি গদোগদো হয়ে পাসওয়ার্ড বলে দাও। প্রেমের স্বার্থে পাসওয়ার্ড দিলেও, যদি কখনো প্রেমের বিশ্বাস বা বন্ধন নড়বড় হওয়ার সাথে সাথে পাসওয়ার্ড পাল্টে নিও।
Thanks
ReplyDelete