#Tiution_for_hundred_taka


জাতীকে শতভাগ শিক্ষিত রূপে গড়ে তুলতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর,
আমরা যারা ছাত্র আমরাও কিছু চেষ্টা করলে এই মহান কাজে শরিক হতে পারি।
দরিদ্রতার চাদরে আবদ্ধ মেধাবী জনশক্তিকে যদি একটু জায়গা করে দেওয়া যায় তাহলে একসময় এরাই দেশের অমূল্য সম্পদে পরিণত হবে।
যেমন- আমাদের গালিবয় রানা।

আমরা যারা ছাত্র উচ্চশিক্ষা গ্রহন করার সুযোগ পেয়েছি, এই আমরা যদি প্রত্যেকে একটি করে দরিদ্র ছাত্র/ছাত্রীকে ফ্রি টিউশনি করাই তাতে আমাদের খুব বেশি কষ্ট হবে না, 
হ্যাঁ বাঙালি আবার ফ্রি পাইলে গুরুত্বহীন ভাবে,
এজন্য ১০০ টাকা মাসিক বেতনে সবাই একটি করে টিউশনি করাতে পারি এবং সেই ১০০ টাকা দিয়ে অন্যান্য দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী কিনে দিতে পারি।

এই মহান কাজে শামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

তথ্যটি যদি উপকারী মনে হয় তাহলে আশা করি সবার মাঝে আপনিও প্রচার করবেন।
আর এই কাজে অংশগ্রহণকারী হ্যাসট্যাগ
#Tiution_for_hundred_taka
 ব্যাবহার করে আরও প্রচার করবেন, যেন সবাই উৎসাহ পায়।
                                                     --জুবায়ের

Comments

Popular Posts